Credit:- ICT News

নেক্সাস স্মার্টফোনে আগস্ট মাসে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ নোগাট  সফটওয়্যারটি উন্মুক্ত করবে গুগল। প্রযুক্তি বিষয়ে বিভিন্ন সময় আগাম তথ্যদাতা ইভান ব্লাস অ্যান্ড্রয়েড সম্পর্কে এ তথ্য প্রকাশ করেছেন। গুগল অবশ্য আনুষ্ঠানিকভাবে এ প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি।

ভবিষ্যতে নেক্সাস সিরিজে যেসব স্মার্টফোন আসছে তাতে নোগাট থাকবে। এর আগে এইচটিসি তাদের এইচটিসি ১০, এইচটিসি ওয়ান এ৯ ও এম ৯ ফোনে নতুন অপারেটিং সিস্টেম হালনাগাদের ঘোষণা দেয়। এ বছর আরও দুটি নতুন নেক্সাস ফোন আনবে এইচটিসি।

এর আগে ইভান ব্লাস ইভলিকস নামের টুইটারে বিভিন্ন তথ্য ফাঁস করে পরিচিতি পান। তিনি দাবি করেছেন, গুগলের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের হালনাগাদ নেক্সাস ৫ ব্যবহারকারীরা পাবেন। এ ছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড নোগাট থাকতে পারে।

NO COMMENTS