Huawei P9

চীনা মাল্টিন্যাশনাল টেলিযোগাযোগ পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়েই(Huawei)। সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে ওঠা এ প্রতিষ্ঠানটি এবার তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হুয়াউয়েই পি৯ (Huawei p9) দিয়ে বাজার মাত করার আশা করছে। এ স্মার্টফোনে রয়েছে অসাধারণ ক্যামেরাসহ বেশ কিছু আধুনিক ফিচার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।

ফটোগ্রাফির জগতে লাইকা নামটা শুধু সম্মানিতই নয়, এটি উচ্চমানের ছবির নিশ্চয়তাও দেয়। আর লাইকার যন্ত্রাংশ ব্যবহার করায় হুয়াউয়েই স্মার্টফোনটি দারুণ ছবি তুলতে সক্ষম হচ্ছে। ফলে এটিকে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত ক্যামেরা নয় বরং ক্যামেরার সঙ্গে সংযুক্ত স্মার্টফোন বলেই বর্ণনা করছেন সংশ্লিষ্টরা।

বাজারে প্রচলিত অন্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তুলনায় এ ফোনটির ডিসপ্লে রেজুলিশন কম (১৯২০ বাই ১০৮০)। ৫.২ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো। এর প্রসেসরের গতি ২.৫ কোয়াড কোর। স্মার্টফোনটির অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে উন্নতমানের সফটওয়্যার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্লিম আকার, ভালো ব্যাটারি (৩০০০ এমএএইচ)।

এছাড়া এতে রয়েছে দ্রুতগতির ইউএসবি সি পোর্ট ও ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৩ জিবি বা ৪ জিবি র‌্যাম। এছাড়া মাইক্রো এসডি স্লট রয়েছে। বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় এর ফিচারগুলো যেমন উন্নত তেমন এর দামও কম নয়। যুক্তরাষ্ট্রে এর মূল্য ৬৮০ ডলার। স্মার্টফোনটির পেছনে রয়েছে দুটি ক্যামেরা। এর একটি সাদা-কালো ছবি তুলতে দক্ষ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

NO COMMENTS