Credit:- ICT News

অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ প্রেসিডেন্ট ক্রেইড ফ্রেডরিগ বলেন, উন্নত নোটিফিকেশন, আইমেসেজ, ম্যাপ, মিউজিকসহ নানা সুবিধা ছাড়াও অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করার সুবিধা দিচ্ছে তারা।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বার্ষিক ডেভেলপারস সম্মেলনে আইওএস ১০-সহ নতুন সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ডব্লিউডব্লিউসি ২০১৬ নামের সম্মেলনে কিনোট উপস্থাপনায় অ্যাপলের পক্ষ থেকে নতুন সফটওয়্যারগুলোর ফিচার সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার আইওএস ১০-সহ ম্যাকে সিরি সুবিধা, ওয়াচওএস ৩, ম্যাকওএস সিয়েরা প্রভৃতি তথ্য তুলে ধরা হয়।

আইফোন, আইপ্যাড ও আইপড টাচ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। আগামী জুলাই থেকে আইওএস ১০ বিটা সংস্করণ ডাউনলোড করা যাবে। নতুন আইফোন ‘৭’-এর সঙ্গে আইওএস ১০-এর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করবে অ্যাপল।

সূত্র:  দ্য ভার্জ।

NO COMMENTS