Credit :- ICT News

ভুলে যাওয়াটা মানুষের সহজাত একটা অভ্যাস। প্রায় প্রত্যেকেই ফোন সিক্রেট পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন। এতে ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। পাসওয়ার্ড কিংবা প্যটার্ন লকের মধ্যে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি কখনও ফোনের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন জেনে নিন-

১. প্রথমে স্মার্টফোনটির সুইচ অফ করুন।

২. এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন (একেক সেটে একেক রকম। সবগুলো বাটন চেপে যাচাই করবেন)।

৩. এবার wipe data/factory reset বাটন প্রেস করুন। এবং yes প্রেস করুন। তবে মনে রাখবেন, এই অপশন সিলেক্ট করা মাত্র আপনার ফোন মেমরির সমস্ত ডাটা, মোবাইল নম্বর ইত্যাদি ডিলিট হয়ে যাবে। আগে থেকে আপনার দরকারি তথ্য ব্যাকআপ রাখুন। (গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাকআপ রাখা যায়)

৪. এরপর ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আপনি নিজের ইচ্ছেমতো ফোন আনলক করতে পারবেন।

৫. এবার নিজের ইচ্ছে মতো প্যাটার্ন লক দিয়ে ফোনকে সুরক্ষিত রাখুন।

1 COMMENT