Sofia Robot
Image credit: Youtube/ArabNews

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া প্রথম নারী রোবট নাগরিক ‘সোফিয়া’ আগামী ৬ ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনেই উপস্থিত থাকবে সোফিয়া । সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন তার নির্মাতা ড. ডেভিড হ্যানসন।

হংকংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘হ্যানসন রোবোটিকস’-এর তৈরি ‘নারী’ রোবট এই সোফিয়া। ৫ ডিসেম্বর রাত ১২টায় বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে সোফিয়ার।

সোফিয়ার ডিজিটাল ওয়ার্ল্ডে উপস্থিত থাকার বিষয়টি গতকাল সোমবার নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনব্যাপী এক্সপো উদ্বোধন করবেন এবং তার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন।

গত সপ্তাহে ইউএনডিপি সোফিয়াকে বিশ্বের প্রথম নন-হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে। এর আগে কোনো রোবট নাগরিকত্ব যেমন পায়নি, এমন উন্নমানের বুদ্ধিমত্তাও কারো মধ্যে সঞ্চার করা যায়নি। সোফিয়ার ‘জন্ম’ হংকংয়ে এবং গত অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব আড়াই বছর বয়সী সোফিয়াকে নাগরিকত্বের মর্যাদা দেয়।

৬ ডিসেম্বর রাতেই সোফিয়ার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনব্যাপী এক্সপো উদ্বোধন করবেন এবং তার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় উপস্থিত থাকবেন।

NO COMMENTS