Home ফেসবুক ফেসবুক বৃহত্তম ভার্চুয়াল সমাধিস্থল হবে ২০৯৮

ফেসবুক বৃহত্তম ভার্চুয়াল সমাধিস্থল হবে ২০৯৮

349
0
facebook

বিশেষজ্ঞদের মতে, এ শতাব্দির শেষের দিকে সোশাল নেটওয়ার্ক সাইট ফেসবুক পৃথিবীর বৃহত্তম ভার্চুয়ার সমাধিস্থলে পরিণত হবে। আর তা ঘটবে ওই সময়ের মধ্যে এমন প্রোফাইলের সংখ্যা অনেক বেড়ে যাবে যারা আর বেঁচে থাকবেন না।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এর পরিসংখ্যানবিদ হাশিম সিদ্দিকী (Hachem Sadikki) তার গবেষণায় বলেন, ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা  ১.৫ বিলিয়ন। ২০৯৮ সালের মধ্যে এটি সবচেয়ে বড় ভার্চুয়াল সমাধিস্থলে পরিণত হবে। কারণ হলো, ফেসবুক তাদের প্রয়াত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট মুছে ফেলতে দেয় না তাই এগুলো ফেসবুকের স্মৃতি প্রোফাইল হিসাবে সংরক্ষিত থাকবে।

ব্লগিং প্রতিষ্ঠান ডিজিটাল বিয়ন্ড (Digital Beyond) জানায় যে, এ বছরেই ৯ লাখ ৭০ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু ঘটার সম্ভাবনা রয়েছে । ২০১০ সালে মৃত্যুবরণ করেন ৩ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন এবং ২০১২ সালে ৫ লাখ ৮০ হাজার।

যেহেতু মৃত ব্যবহারকারীদের সংখ্যা বাড়তেই থাকবে, কাজেই এক সময় বর্তমানদের চেয়ে তাদের সংখ্যাই বেশি হবে। ওই পরিসংখ্যানবিদের মতে, ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার ক্রমশ কমতে থাকবে।

গবেষণাকারী আরো জানান, ফেসবুক তাদের মৃত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সংরক্ষণে নতুন ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে। তবে এ নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠনটি। এর আগেও এক ফেসবুকের ‘ইয়ার ইন রিভিউ’ ভিডিও-তে এক মৃত ব্যক্তিকে দেখানো হয়।

ইতিমধ্যে এ সমস্যা থেকে মুক্তি পেতে ‘লিগেসি কন্টাক্ট’ (উত্তরাধিকার যোগাযোগ)- এর মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করেছে ফেসবুক। জীবিত ফেসবুক ব্যবহারকারী চাইলে তিনি একজনকে তার উত্তরাধিকার হিসাবে রেখে যেতে পারবেন।